ভ্যান্টাব্ল্যাক হলো পৃথিবীর সবচেয়ে কালো পদার্থ. এটি এতটাই কালো যে এর উপর আলো পড়লে ৯৯.৯৮% আলো এটি শোষণ করে নেয়. সে অনুযায়ী যেকোনো মানুষ এটির দিকে তাকালে কিছুই দেখতে পাবে না. মূলত কৃষ্ণগহ্বর কতটা কালো হতে পারে সেটি বোঝানোর জন্যই কার্বন দিয়ে এটি তৈরী করা হয়।