শীতকালে সকালে পরিবেশের তাপমাত্রা স্বাভাবিকভাবেই কম থাকে। আর এর তুলনায় শরীরের ভিতরের তাপমাত্রা থাকে বেশি। আবার স্বাভবিক পানির তুলনায় গরম পানি তাড়াতাড়িই বরফে পরিণত হয়, সেই হিসেবেই শীতকালে ফুসফুস থেকে বের হওয়া গরম হাওয়া মুখ দিয়ে নির্গত হওয়ার সাথে সাথেই জমে যায়, অতি ক্ষুদ্র বলে তা ধোঁয়ার মতো মনে হয়।