ঘুম মানুষের একটি সহজাত ধর্ম এবং এটিই শরীরের মূল চাহিদা। ঘুমের মাধ্যমে শরীর ও মন বিশ্রাম পায়। সারাদিনের কাজকর্ম, ব্যায়াম ইত্যাদির কারনে আমরা ক্লান্ত হই, আর ঘুমের মধ্যে দিয়ে শরীর, পেশি, মন ও মস্তিষ্ক বিশ্রাম করে এবং শক্তি সঞ্চার করে। এসব প্রয়োজন মেটাতেই আমাদের ঘুম আসে।
সোর্সঃ কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২১(পৃষ্ঠা -৯১)