(১) দেশের প্রাকৃতিক সম্পদ জরিপ এবং পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণের জন্য মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি ব্যবহার করা;
(২) জাতীয় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ উপযোগী উপগ্রহ ও বিমানচিত্র লব্ধ উপাত্তের সংগ্রহ কেন্দ্র ও প্রাপ্ত উপাত্তের সাধারণ ও কম্পিউটারভিত্তিক বিশে­ষণের নিমিত্তে জনশক্তি ও যান্ত্রিক সুবিধার উন্নয়ন ঘটানোর কেন্দ্র হিসেবে স্যাটেলাইট গ্রাউন্ড রিসিভিং স্টেশনসমূহকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা;
(৩) দেশে মহাকাশ ও দূর অনুধাবন কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করা এবং মহাকাশ বিজ্ঞান ও দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি প্রণয়নে সরকারকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করা এবং টেকসই উন্নয়নে এসকল উপাত্ত ব্যবহার করা;
(৪) মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করা।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিবেশ কর্মসূচি বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে মহাকাশ বিজ্ঞানের প্রয়োগে জাতিসংঘ, এসকাপ (ESCAP) সহ বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করে। স্পারসো এশিয়ান এসোসিয়েশন অব রিমোট সেনসিং (Asian Association of Remote Sensing)-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং আন্তর্জাতিক নভো ফেডারেশনের (International Astronautical Federation) সদস্য