আমরা যখন অনেক লম্বা সময় ধরে না খেয়ে থাকি(প্রায় ৮-১০ ঘন্টা) তখন পাকস্থলী এর Muscle(পেশী/মাংশ) গুলোতে বিশেষ ধরনের Muscle কন্ট্রাকশন(সংকোচন) হয়।। আর এই কন্ট্রাকশন এর জন্য পেইন সেনসেশন আমাদের ব্রেইন এ যায়, ফলে ব্যথা অনুভূত হয় ।
আর ঐ কন্ট্রাকশন এর আওয়াজ টাই আমাদের পেটের "গুড় গুড়"। তবে এই "গুড় গুড়" এর জন্য ইন্টেস্টাইন(অন্ত্র) এর কন্ট্রাকশন ও কিছুটা দায়ী ।
পেটের এই ব্যথা যদি শুধু খিদার কারনেই হয় তাহলে খাওয়ার সাথে সাথে চলে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খিদা ছাড়াও এ ব্যথা হতে পারে। যেমন??
অনেক আন্ত্রিক এবং পাকস্থলীর রোগ এর প্রাথমিক সিম্পটম বা লক্ষণ হলো এই ব্যথা । যদি পর্যাপ্ত খাওয়ার পরেও পেটে ব্যথা থেকে যায় তাহলে ডাক্তার দেখানো উচিত।।
শরীরে গ্লুকোজ এর ঘাটতি হলে এই ধরনের ব্যথা দেখা দিতে পারে।
অনেক প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে এই ব্যথা অহরহ ই দেখা দেয়।। দুই কারনে এটা হতে পারে।
১> বাচ্চা যদি মুভমেন্ট করে তবে পাকস্থালী পেশী তে চাপ পরার কারনে এই ব্যথা সৃষ্টি হতে পারে।
২>যদি মা যে পরিমান খাবার খান তা বাচ্চা আর মা দুজনের জন্য পর্যাপ্ত নিউট্রিশন(পুষ্টি) সাপ্লাই না করতে পারে তাহলেও এই ব্যথা হতে পারে ।
তার মানে খিদের কারনে পেট ব্যথা আমাদের খিদের সিগন্যাল দিলেও এর উৎপত্তির কারন আরো ভয়াবহ কিছুও হতে পারে ।