চোখের ভ্রু নগণ্য হলেও দেহের বেশ গুরুত্বপূর্ণ কাজ করে। ভ্রু থাকার ফলে চোখ কপাল থেকে ঝরে পড়া নোনা ঘামের হাত থেকে বেঁচে যায়। অর্থাৎ আমরা পরিশ্রম কিংবা গরমে ঘামের সম্মখিন হয়ে থাকি।যখন ঘামে আমাদের কপাল ভিজে ফোটা ফোটা ঘাম নিচে নামতে থাকে তখন ভ্রু আমাদের চোখকে রক্ষা করে । ঘাম যেন চোখ স্পর্শ করতে না পারে,সেজন্য ভ্রু প্রতিরক্ষক হিসেবে কাজ করে।
আর চোখের উপর ভ্রু থাকায় সূর্যের আলো সরাসরি চোখে প্রবেশ করতে পারে না।
তবে এদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে ভ্রু আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। ভ্রুয়ের ভঙ্গি দেখে তো অনেক কিছুই বোঝা যায় !!
- সংগৃহীত