আমরা লক্ষ্য করে থাকবো বাবা এবং মায়ের গায়ের রং একরকম হলেও সন্তানের গায়ের রং সম্পূর্ণ ভিন্ন হতে পারেl আসলে শরীরে থাকা মেলানিন নামক রঞ্জক পদার্থের কারণে আমাদের শরীরের রং এর তারতম্য হয়ে থাকেl যদি মেলানিন রঞ্জক পদার্থের পরিমাণ বেশি থাকে তাহলে গায়ের রং কালো বা কালো হয়ে থাকে এবং যদি অস্বাভাবিক ভাবে এটি পরিমাণ কমে যায় তাহলে গায়ের রঙ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়l