প্রাকৃতিক বা সাংশ্লেষিক কঠিন বা অর্ধকঠিন জৈব পদার্থের এক বিশেষ শ্রেণির যেকোনো যৌগ যারা কোনো নির্দিষ্ট গলনাংক বিশিষ্ট নেই এবং উচ্চ আণবিক ভর বিশিষ্ট তাদেরকে রেজিন বলে। সাধারণত ঈষৎ হলুদ রংয়ের জলে অদ্রবণীয় এক ধরনের জটিল বর্জ্য পদার্থ হয়ে থাকে।
রেজিন তিন রকমের হয় ।
যথা:-
i. কঠিন রজন [Hard resin]
ii. ওলিও রজন [Oleo resin]
iii. গঁদ রজন [Gum resin]
উৎসঃ সাধারণত পাইন গাছের কান্ড, শাখাপ্রশাখা ও পাতার নালীতে সঞ্চিত থাকে । প্রাকৃতিকভাবে বা কোনও আঘাতের ফলে রজন উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকে নিসৃত হয় । এছাড়াও কৃত্রিম ভাবে রেজিন উৎপন্ন করা যায়।