ADHD-র মূল তিনটি উপসর্গ হলো
ইন-অ্যাটেনটিভঃ মনযোগ রাখতে সক্ষম নয় এমন।ভুলে যাওয়া বা জিনিস হারিয়ে ফেলার প্রবণতা, একটি কাজ সম্পূর্ণ করতে অসুবিধা, নির্দেশ অনুসরণ করতে অসুবিধা,একাধিক নির্দেশ মেনে চলে কাজ সম্পূর্ণ না করতে পারা, সহজে মনসংযোগে ঘাটতি হওয়া, দৈনিক কাজ মনে রাখতে অসুবিধা।
হাইপারঅ্যাকটিভিটিঃ প্রয়োজনের তুলনায় অতি-সক্রিয়। একটানা স্থির ভাবে বসে থাকতে বা কোনো কাজ করতে অসুবিধা, দুর্ঘটনা প্রবণ, দ্রুত অস্থির আচরণ, একটানা কথা বলে যাওয়া, অন্যের মনযোগ আকর্ষণ করার চেষ্টা, অন্যকে সুযোগ না দিয়ে নিজেকে প্রকাশ করার প্রবণতা।
ইম্পালসিভিটিঃ চিন্তা ছাড়াই দ্রুত ঘটে এমন কাজ করা। ধৈর্যের অভাব। অন্যকে অকারণে বিরক্ত করা। হঠাৎ হঠাৎ করে যে কোনও কাজ করে ফেলা।