Turgor pressure এর অভাবে এমন হয়। পাতার গোড়ায় যে কোষ (Pulvinus) থাকে,সেখানে পানি থাকে। এই পানিই কোষের দেয়ালে চাপ দেয়।তাই গাছের পাতা ছড়িয়ে থাকে। এখন লজ্জাবতী গাছের ক্ষেত্রে, পাতায় ছোঁয়া লাগলে গাছের কান্ড থেকে কিছু কেমিকেল নির্গত হয়ে Pulvini-র ভেতর থেকে পানি শুষে নেয়। তখন কোষের দেয়ালে চাপ দেয়ার মত কিছু না থাকায় কোষ চুপষে যায়। তাই পাতাও চুপষে যায়। এটাকে অনেকে লজ্জাবতী গাছের Defense Mechanism ও বলে থাকে।