সিজোফ্রেনিয়া এমন একটি দীর্ঘমেয়াদি মানসিক রোগ, যেখানে একজন মানুষের চিন্তা এবং প্রত্যক্ষণগুলো মারাত্মকভাবে গোলমেলে ধরনের হয়ে থাকে। রোগীর মধ্যে বিভিন্ন অস্বাভাবিক আচরণ, যেমন, কাল্পনিক দৃশ্য দেখা বা আওয়াজ শুনতে পাওয়া বা মনে অদ্ভুত ধারণা বা বিশ্বাস জন্মাতে দেখা যায়। যার বেলায় এগুলো হচ্ছে, তিনি সবকিছু সত্যি মনে করলেও তার আশপাশের মানুষ তা বুঝতে পারে না। এই রোগের কারণে অনেক সময় রোগী মনে করেন যে, অন্যরা তার ক্ষতি করার চেষ্টা করছে। ফলে তিনি এমন কিছু আচরণ করেন, যা অন্যদের কাছে অস্বাভাবিক মনে হয়। সমস্যা হলো, এগুলো যে অস্বাভাবিক, ব্যক্তি তা নিজে বুঝতে পারেন না। বাস্তব ও কল্পনার জগৎ এবং স্বাভাবিক ও অস্বাভাবিক আচরণের মধ্যকার তাদের কাছে ভীষণ ঝাপসা হয়ে যায়। ফলে তাদের চিকিৎসা করাতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়।
এই রোগ খুব দ্রুত প্রকাশিত হতে পারে, যেখানে সপ্তাহ ধরে লক্ষণগুলো বিকশিত হয়। আবার শুরুটা খুব মন্থরও হতে পারে, যেখানে মাস অথবা বছর ধরে লক্ষণগুলো দানা বাঁধে। সিজোফ্রেনিয়া একটি দীর্ঘস্থায়ী মানসিক রোগ, যার সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। তবে সঠিক চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। চিকিৎসার উদ্দেশ্য উপসর্গ কমানো নয় বরং ব্যক্তিকে এই রোগ নিয়ে বাঁচতে শেখানো।