কোনো পার্থক্য নেই! সূর্যের আলোর গতি আর টর্চ লাইটের আলোর গতিবেগ একই। সূর্য হোক বা টর্চ- আলো টা আলো ই।
তবে "গতি" বাদ দিয়ে প্রশ্নটা করলে দুটো লাইটের মধ্যে বিস্তর ফারাক আছে। যেমন সূর্যের আলো একটা বড় স্পেকট্রাম জুড়ে থাকে। মানে অজস্র তরঙ্গদৈর্ঘ্যের আলো থাকে। আল্ট্রাভাওলেট থেকে শুরু করে দৃশ্যমান থেকে একদম ফার ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, শর্ট ওয়েভ ইত্যাদি পর্যন্ত।
কিন্তু টর্চের আলোতে কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সমন্বয়ে গঠিত। টর্চের লাইটে এতবড় স্পেকট্রাম নেই। আর যদি সাধারণ বাল্বের কথা বলি তার রেঞ্জও সীমিত।
আলোর তীব্রতাও সূর্যের আলোর ক্ষেত্রে বেশি। তাই সূর্যের আলোয় গা গরম হয়, টর্চের আলোয় নয়।
- কোয়ারা