পদার্থবিজ্ঞান বিশাল পরিধির বিষয়। তাই এর কোনো নির্দিষ্ট জনক নেই।পদার্থবিজ্ঞানের একেক শাখায় একেক জনের অবদান রেখেছেন। সকলের অবদান ছাড়া পদার্থবিজ্ঞান এতোদূর আসতে পারতো না। তবে এক্ষেত্রে নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন, প্লান্ক,মেরি কুরি প্রমুখ বিজ্ঞানীদের অবদান উল্লেখযোগ্য।
যদিও অনেকের মতে গ্যালিলিও গ্যালিলি হলেন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক।