সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সে আর ফিরে আসেনা তাকে মুক্তিবেগ বলে।
এখন যদি কোনো উপগ্রহ তার কক্ষপথে গ্রহটির (যে গ্রহটিকে সে প্রদক্ষিণ করছে) মুক্তদ্রুতির চেয়ে বেশি বেগ অর্জন করে তবে তা গ্রহটি ছেড়ে অধিবৃত্তাকার পথে চলে যাবে।
আমরা রেফারেন্স হিসেবে একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম পত্র বই দেখতে পারি।