শ্রেণিতে ক্যারেন্ট একই থাকে ভোল্টেজ আলাদা হয়,তেমনি সমান্তরালে ভোল্টেজ একই ক্যারেন্ট ভিন্ন থাকে।
শ্রেণিতে যখন ভোল্টেজ ভাগ হয় ১ম কোনো বাতি যুক্ত থাকে সেই বাতি যে পরিমাণ ভোল্টেজ গ্রহণ করে উজ্জ্বল হয় কিন্তু ২য় বাতি সে পরিমাণ ভোল্টেজ পায় না কারণ ১ম বাতিতে কিছু পরিমাণ লস হয় এভাবে যখন চলতে থাকে কম watt এর বাল্ব কম ভোল্টেজ গ্রহণ করে সর্বাধিক উজ্জ্বল হয় বাঁকি গুলো হয় না।