কেউ অন্ধ দুই ভাবে হতে পারে হয় জন্মান্ধ বা জন্মের পর কোনো কারণে দৃষ্টি শক্তি হারিয়েছে। যদি কেউ জীবনের কোনো এক দশাতে দৃষ্টি শক্তি থাকে তাহলে তার কাছে পৃথিবী সম্পর্কে যথেষ্ট তথ্য থাকে ভিজ্যুয়াল স্বপ্ন দেখার জন্য। কিন্তু যদি সে জন্মান্ধ হয় তাহলে সে ভিজ্যুয়াল স্বপ্নর না দেখে অন্য সব যে সব ইন্দ্রিয় সচল থাকে তার মাধ্যমে স্বপ্ন দেখে। যেমন কথার মাধ্যমে, স্বাধের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে, ঘ্রানের মাধ্যমে ও অনুভূতির মাধ্যমে।
অন্ধরা স্বাবাভিক মানুষের তুলনায় ৪ গুন্ বেশি স্বপ্নে দেখে যার মধ্যে দুঃস্বপ্ন বেশি। যেমনঃ তার সম্বল লাঠি হারিয়ে যাওয়া, পথ হারিয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা ইত্যাদি।