তল যত মসৃণ হবে করলে ঘর্ষণ বলের মান তত কমবে।অমসৃণ তলে ঘর্ষনের পরিমাণ সবচেয়ে বেশি হয়।
চিরায়ত বলবিদ্যায় ঘর্ষণ (ইংরেজি: Friction) হল এমন একটি বল যা পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দান করে। এটি বস্তুর ভরের ওপর নির্ভরশীল।
ঘর্ষণ বা Friction
প্রকারভেদ
ঘর্ষণ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন:
- দুটি কঠিন তলের মধ্যবর্তী ঘর্ষণ
- তরলের মধ্যেকার দুটি তলের মধ্যবর্তী ঘর্ষণ
- কঠিন ও তরলের মধ্যবর্তী ঘর্ষণ
- পদার্থের অভ্যন্তরীণ ঘর্ষণ
কোনো দুটি তল যখন পরস্পরের সংস্পর্শে থেকে চলতে থাকে, তখন অর্থাৎ তাদের মধ্যে আপেক্ষিক গতির সঞ্চার হলে তাদের স্পর্শতলে এই ঘর্ষণ বল তাপ ও অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া কাজে লাগিয়ে প্রাচীনকালের মানুষ কাঠ বা পাথরে ঘর্ষণের মাধ্যমে আগুন তৈরি করত।