এ প্রশ্নের উত্তর দিতে গেলে বিলিয়ার্ড খেলার একটা দৃষ্টান্ত দেওয়া যায়। ধরুন, আপনি কিউ বল দিয়ে অন্য একটা বলের উপর মারলেন। যদি টার্গেট নিখুঁত হয়, তাহলে কিউ বলটা গতি লাভ করে সেই গতি আবার টার্গেটকৃত বলটাকে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসরণ করে গতিসম্পন্ন করে তুলবে। কিন্তু অনেক সময় দেখা যায়, কিউ বলটা সোজাসুজি টার্গেট বলে না লেগে একদম কিনারের দিকে লাগে। ফলে বলটা গতি লাভ করলেও তা হয় আহ্নিক গতি, অর্থাৎ বলটা নিজের জায়গাতেই স্পিন করতে থাকে।
গ্রহদের ব্যাপারটাও অনেকটা তেমনি। আজ থেকে ৪.৫ বিলিয়ন বছর আগে যখন গ্রহগুলো সৃষ্টি হয়েছিল, তখন বিভিন্ন মহাজাগতিক বস্তু গ্রহগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে গ্রহগুলো আহ্নিক গতি লাভ করে।