সুর্যের তাপ সমুদ্র থেকে পানি জলীয়বাষ্প আকারে তুলে নেয় । সেই জলীয়বাষ্প বাতাসের সাথে উপরে উঠতে থাকে । একসময় জলীয়বাষ্পের যে ঘনত্ব থাকে সেই ঘনত্বের বাতাসে অবস্থান করে । মেঘের নিচের বায়ুর ঘনত্ব বেশি হওয়ার কারণে বাষ্প বায়ুর উপরে ভাসতে থাকে ।বাষ্পের ছোট ছোট কণাগুলো একের পর এক মিশে ক্রমশ বড় হতে থাকে। এভাবে মেঘের খন্ড তৈরী হয় এবং সেটা ভাসতে থাকে ।