স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। বিভব শক্তিকে Ep, দ্বারা প্রকাশ করা হয়। কোনো বস্তুর মধ্যে সঞ্চিত বিভব শক্তি অভিকর্ষজ ত্বরণ (g) এবং ভূমি হতে বস্তুর উচ্চতা h এর উপর নির্ভর করে। পৃথিবী পৃষ্ঠ থেকে m ভরের কোনো বস্তু h উচ্চতায় অবস্থান করলে উক্ত বস্তুর মধ্যে সঞ্চিত বিভবশক্তি, Ep = < = mgh.