প্রতিটি মানব ভ্রূণ যখন গঠিত হয়, তখন তা আসলে ফিমেইল ভ্রূণ হিসেবে গঠিত হতে থাকে। ভ্রূণ গঠণের প্রথম কয়েক সপ্তাহে পুরুষ এবং নারী ভ্রূণ একই ফরমেশন মেনে গঠিত হতে থাকে, যার ভেতর নিপল এবং স্তন এর গঠনও অন্তর্ভুক্ত। কিন্তু গ্যাস্ট্রুলেশন চলাকালীন, ছয় থেকে সাত সপ্তাহ বয়সে Y ক্রোমোজমের প্রভাবে পুরুষ ভ্রুণগুলিতে টেস্টিস গঠিত হয়, নবম সপ্তাহ থেকে শুরু হয় টেস্টোস্টেরন এর ক্ষরণ। এই টেস্টোস্টেরন শুরু করে, পুরুষ ভ্রূণ কে পুরুষ হিসেবে তৈরি করা। কিন্তু এই নিপলগুলো জন্মের আদিভাগ থেকেই তৈরি বলে এরা কোথাও যায় না, থেকে যায়।
বিজ্ঞানীরা পুরুষের নিপল আর স্তন এর সৃষ্টিকে evolutionary baggage বলে আখ্যায়িত করেন। এই নিপল আর স্তনের কোন মেটাবলিক গুরুত্বও নেই।
(ক্রেডিট: ঋভু দত্ত)