গর্ভধারণ ক্ষমতা সম্পন্ন প্রতিটি নারী প্রতি মাসে একবার প্রেগেন্ট হওয়ার সুযোগ লাভ করে।যে-দিনটি তার ডিম্বক নিচে নেমে আসে সেই দিনটিকে আমরা বলি Day of ovulation। সে দিন যদি তার সঙ্গীর সাথে মিলন ঘটায় প্রেগেন্ট হওয়ার সুযোগ থাকবে বাকি দিন থাকবে না।এখন আমাদের জানতে হবে Day of ovulation কখন হয়।প্রতিট নারীর প্রতি মাসে একবার ব্লিডিং হয়।একটা নারীর ব্লিডিং সাইকেল কত দিন পর হয় নির্দিষ্ট সময়ে সেটি ওই নারীর যৌন স্বাস্থ্য কতটা ভাল আছে তা নির্দেশ করে।প্রতিটা নারী ব্লিডিং সাইকেন রেগুলার না।তাই ধরে নিলাম একজন আর্দশ যৌন স্বাস্থ্য সক্ষমতা নারী প্রতি মাসে ২৯ দিন পর পর ব্লিডিং সম্পন্ন হয়।২৯ দিন সাইকেলের পিছন থেকে ১৪ দিন মানে ব্লিডিং শুরু হওয়ার পর থেকে ১৬ তম দিনে এসে ডিম্বক নিচে নেমে আসবে সেই দিনটি হলো Day of ovulation.আসলে বায়োলজিক্যাল সিস্টেম একদম অংকের মতো হিসাব করা না।তাই ২ দিন আগে পিছনে হতে পারে তাই ব্লিডিং শুরু থেকে ১৪-১৮ দিনের মধ্যে Day of ovulation হয়।সে দিন ওই নারীর সাথে তার সঙ্গী মিলন করতে প্রেগেন্ট হবে।
বিঃদ্রঃ "এটি অনিয়মিত ব্লিডিং সাইকেল হয় এমন নারী ক্ষেত্রে এই হিসাব কাজ করবে না।প্রতিটি নারীর ক্ষেত্রে ব্লিডিং সাইকেল একই নয় তাই Day of ovulation ভিন্ন।তাই কোন নিদিষ্ট নারীর ক্ষেত্রে কত দিন পর Day of ovulation হবে আপনাদের হিসাব করে বের করতে হবে পিয়ড সাইকেল অনুসারে।"
ধন্যবাদ