চশমাতেই মূলত লেন্স ব্যবহার করা হয়। আর যে আলাদা লেন্স পাওয়া যায় সেগুলো মূলত বিজ্ঞান বিষয়ক বা বিশেষ কাজে ব্যবহার করা হয়। যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না (Myopia) তখন অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। আর যখন চোখ দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না (Hypermetropia) তখন উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। লেন্স দিয়েই পাওয়ারযুক্ত চশমা বানানো হয়। তাই লেন্স ও চশমা একইভাবে কাজ করে। আর লেন্সের পাওয়ার ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক।