এই পর্যন্ত বাহ্যিকভাবে (খালি চোখে দেখা যায়) সবচেয়ে দ্রুত গতির বস্তু হচ্ছে আলো। আলো সেকেন্ডে ১,৮৬,০০০ (এক লক্ষ ছিয়াসি হাজার) মাইল বা ৩,০০,০০০ (তিন লক্ষ) কি:মি গতিতে ছুটে চলে। এই গতিতে ছুটে চলে সূর্যের আলোর পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। অর্থাৎ আলোর ১৫০.৬৯ মিলিয়ন কি:মি: (সূর্য থেকে পৃথিবীর দুরত্বের) পথ অতিক্রম করতে এই সময় লাগে।
আলোর গতিবেগ
১ সেকেন্ড = ১,৮৬,০০০ (এক লক্ষ ছিয়াসি হাজার) মাইল বা ৩,০০,০০০ (তিন লক্ষ) কি:মি,
১ ঘন্টা = ১,০৭৯,০০০,০০০ কিলোমিটার,
১ সেকেন্ড = ২৯৯,৭৯২,৪৫৮ মিটার,
১ ঘন্টা = ৬৭১,০০০,০০০ মাইল।
তথ্যসুত্র: উইকিপিডিয়া।