জল থেকে আর্সেনিক ও দূষণ সৃষ্টিকারী অন্যান্য পদার্থ অপসারণের শ্রেষ্ঠ উপায় বিপরীত অভিস্রাবণ প্রক্রিয়া (Reverse Osmosis System/RO System) অসংখ্য ছিদ্রযুক্ত একটি ঝিল্লির এক পাশের দূষিত জল তার মধ্য দিয়ে অপর পাশে পাঠিয়ে দূষণমুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যায়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দরকারি সেটআপে ঝিল্লির পাশাপাশি জল শোধনকারী ছাঁকনি থাকে, যা কার্বন ও পানিতে ভাসমান অন্যান্য কণা অপসারণে সহায়ক। নিম্নে বিবৃত ধাপ অনুসরণ করে আর্সেনিকযুক্ত পানি এ প্রক্রিয়াতে বিশুদ্ধ করা যায়-
১। পানি যখন RO Filter এ প্রবেশ করে, প্রাথমিক পর্যায়েই কার্বন ও ক্লোরিনের মতো ভাসমান কণা অভিস্রাবণ-ক্ষমতাসম্পন্ন ছাঁকনির ভেতর দিয়ে অপর পাশে পৌঁছায়।
২। এরপর ছিদ্রযুক্ত ঝিল্লি জলে দ্রবীভূত সূক্ষ্মাতিসূক্ষ্ম পদার্থ শোধন করে।
৩। ফিল্টার থেকে পানি গ্লাসে বা বোতলে ঢালার সময়ে পুনরায় সাধারণ ছাঁকনি দিয়ে পানি পরিশোধন করা হয়।