হাইপারসোমনিয়া একপ্রকার স্নায়ুতন্ত্রের ব্যাধি যা একজন মানুষকে অধিক ঘুমাতে বাধ্য করে। হাইপারসোমনিয়ায় আক্রান্ত লোকেরা স্বাভাবিক মানুষের চেয়ে অধিক ঘুমভাব অনুভব করেন। রাতে বেশি সময় নিয়ে ঘুমানোর পরেও এরা দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে বা ক্লান্তিভাব নিয়ে কাটান। অপর্যাপ্ত বা অশান্ত ঘুমের কারণে ক্লান্তবোধ করা লোকদের তুলনায় যারা হাইপারসোমনিয়ায় ভুগেন তারা রাতে পর্যাপ্ত ঘুম দেওয়ার পরও দিনের বেলায় লম্বা ঘুম দিতে বাধ্যবোধ করেন।