পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এবং সূর্য থেকে পৃথিবীতে আলো সরাসরি আপাতিত হয়, তাই দিনের নির্দিষ্ট একটা সময়ে পৃথিবীর আহ্নিক গতির কারণে প্রতিনিয়ত আমরা সূর্যকে দেখতে পাই।
অন্যদিকে চাঁদ পৃথিবীকে আবর্তন করার সময় ঠিক যখন সূর্য ও পৃথিবীর মাঝের সরলরেখা বরাবর অবস্থান করে এবং সূর্যের নিকটবর্তী হয় তখন সূর্য থেকে আপাতিত আলো চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসতে পারে না বলে চাঁদকে দেখা যায় না।