কৃত্রিমভাবে গর্ভধারণের অন্যতম চিকিৎসা হলাে টেস্টটিউব বেবি গ্রহণ । এর বিভিন্ন প্রকার কৌশলের মধ্যে একটি হলাে আই.ভি.এফ. (ইন ভিট্রো ফার্টিলাইজেশন- In Vitro Fertilization)। ল্যাটিন গবেষকরা কাচের টিউব এর সাথে মিল রেখে এ পদ্ধতির নাম দেন আই.ভি.এফ। প্রত্যক্ষ ও স্বাভাবিক প্রজননে অক্ষম নারীর ডিম্বাণু পৃথক করে তাতে কৃত্রিম উপায়ে শুক্রাণু দ্বারা নিষিক্তকরণ করে নারীর জরায়ুতে প্রতিস্থাপন করাই হলাে আই.ভি.এফ. ।