প্রাণীর কিছু আচরণ চক্রাকারে সংঘটিত হয়। এটি দৈনিক, মাসিক, ঋতুভিত্তিক কিংবা বার্ষিক সময়ভিত্তিক হতে পারে। যেমন- অনেক প্রজাতির স্ত্রী সদস্য বছরের নির্দিষ্ট সময় ছাড়া জননে অংশ নেয় না। জীবের এই আচরণগত বৈশিষ্ট্যই হচ্ছে বায়ােলজিক্যাল রিদম বা জৈবনিক ছন্দ।