এই মডেলে প্লাটফর্ম ভাড়া দেয়া হয়।
যেমন: অপারেটিং সিস্টেম, ডেটাবেজ, ওয়েব সার্ভার ইত্যাদি। ধরো তুমি একটা সফটওয়্যার বানাতে চাও যার জন্য ডেটাবেজ প্রয়োজন। তো তুমি চাইলে এখানে থেকে ভাড়া নিয়ে তোমার সফটওয়্যার ডেভলপ করতে পারো। এটাকে তুমি কল্পনা করতে পারো সেই দ্বিতীয় প্যাকেজের সাথে। দ্বিতীয় প্যাকেজে যেমন তুমি কমিউনিটি সেন্টার এবং ডেকোরেশন টিম ভাড়া পেয়েছিলে এখানেও তেমনিভাবে প্লাটফর্ম এবং ইনফ্রাস্ট্রাকচার ভাড়া পেয়ে যাবে। আসলে প্লাটফর্ম ভাড়া নিলে ইনফ্রাস্ট্রাকচার এমনিতেই ভাড়া করা হয়ে যায়। কারণ ডেকোরেশন টিম যেমন কমিউনিটি সেন্টার ছাড়া কাজ করতে পারে না তেমনি প্লাটফর্মও ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কাজ করতে পারে না।
Microsoft এর Azure এবং Google এর App Engine এই মডেলের উদাহরণ ।