কোনো পদার্থে ধনাত্নক ও ঋণাত্নক আয়নসমূহ একটি নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে, এই সজ্জাকে কেলাস বলে। সাধারণত সকল আয়নিক যৌগ কেলাস গঠন করে। এই কেলাস গঠন হয় শধুমাত্র দুটো পদার্থের মিশ্রন স্ফটিক বা জ্যামিতিক আকারে সজ্জিত থাকার জন্য। কিছু সমযোজী যৌগ কেলাস গঠন করে না। এই কেলাস গঠনে ধনাত্নক ও ঋণাত্নক এ এক আকর্ষন শক্তি সৃষ্টি হয়।