URL এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator । প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে- যার সাহায্যে ওয়েব সাইটের তথ্য খুঁজে বের করা যায়, যাকে URL অ্যাড্রেস বলে। এই URL অ্যাড্রেস ব্যবহার করে
ওয়েবসাইটগুলােকে খুঁজে বের করা সম্ভব। URL-এ Protocol, sub-domain, Host Name, Domain Name ও Location উল্লেখ থাকে। তাই একটি ওয়েবসাইটের ধরণ, ঠিকানা, জায়গা এবং কী ধরনের সেবা প্রদান করে তা URL এর মাধ্যমে জানা সম্ভব। তাই ওয়েবসাইটে URL প্রয়ােজনীয়তা অনেক।