ধরো তুমি কয়েকজন বন্ধু মিলে একটা বাসায় থাকো। এখন তোমরা সবাই মিলে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN তৈরী করতে চাও। এক্ষেত্রে তোমাদের কম্পিউটারগুলোকে সংযুক্ত করার জন্য যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে হাব নামক একটি ডিভাইস।
হাবের কাজ হচ্ছে কতকগুলো ডিভাইসকে একসাথে সংযুক্ত করা। যেমন এক্ষেত্রে তুমি এবং তোমার বন্ধুরা হাবের মাধ্যমে কতকগুলো কম্পিউটার একসাথে সংযুক্ত করছো। এটি একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
কিন্তু হাব ততটা বুদ্ধিমান না। একটু হাবাগোবা টাইপের। তাই সে কোন নির্দিষ্ট ডিভাইসে সংকেত পাঠাতে পারে না। সে সব ডিভাইসেই সংকেত পাঠিয়ে দেয় ,তারপর যে ডিভাইসে পাঠানো হয়েছে সেই ডিভাইসটিই শুধু হাবের পাঠানো সংকেত গ্রহণ করে। কি হাবাগোবা তাই না?