যে সংকেতের মান (ভোল্টেজ বা কারেন্ট অথবা কম্পাংক) সময়ের সাপেক্ষে নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তন হয় এবং যে কোন মূহুর্তে যে কোন মান এ থাকতে পারে তাকে এনালগ সংকেত বা Analog Signal বলা হয়। এর ওয়েবফর্ম কে বলা হয় সাইন (Sine) ওয়েবফর্ম। প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন ভৌত রাশিমালা যেমন তাপমাত্রা, চাপ ইত্যাদিকে সমতুল্য ইলেকট্রিক্যাল সংকেতে রূপান্তর করলে যে ক্রম পরিবর্তনশীল বৈদ্যূতিক সংকেতের সৃষ্টি হয় তা এনালগ সংকেতের প্রকৃষ্ট উদাহরণ।