টেলিপ্যাথি শব্দের টেলি বলতে বোঝায় দূরত্ব আর প্যাথি এসেছে প্যথোস বা প্যাথিয়া থেকে যার অর্থ মোটামুটি অনুভূতি বোঝায়। সহজ ভাষায় একে বলা হয় মন জানাজানি। কোন রকম সরাসরি সংস্পর্শ ছাড়া অন্য কারো মনের সাথে সংযোগ হওয়াকেই টেলিপ্যাথি বলা যায়। ১৮৮২ সালে এটাকে প্রথম সামনে আনেন ফ্রেডারিক ডব্লিউ এইচ মেয়ারস।
ক্রেডিট- শেখ সাবেরা আলম