Sex ও Gender দুটি শব্দ একই অর্থ প্রকাশের জন্য ব্যবহার করা হয়, যেটা আসলে ভুল। সেক্স ও জেন্ডার দুটি শব্দের অর্থ ভিন্ন ভিন্ন।
Sex : সেক্স বলতে বুঝায় নারী, পুরুষ ও উভলিঙ্গ মানুষদের শারীরিক পার্থক্য। মানুষ জন্মের সময় থেকে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, ক্রোমোজম, যৌনাঙ্গ ইত্যাদির ভিত্তিতে নারী, পুরুষ ও উভলিঙ্গ ক্যাটাগরিতে বিভক্ত থাকে। জন্ম থেকে নির্ধারিত সেক্সকে বলা হয় Natal Sex। সেক্সকে জৈব লিঙ্গ হিসেবে অভিহিত করা হয়। সেক্স হচ্ছে শারীরিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য। একজন মানুষের সেক্স অপরিবর্তনীয়।
Gender : জেন্ডার হচ্ছে নারী ও পুরুষের সামাজিক পরিচয়। মানুষের সেক্স একটি হলেও জেন্ডার ভিন্ন হতে পারে। যেমন : ট্রান্সজেন্ডার, নন-বাইনারি, জেন্ডার নিউট্রাল। সামাজিকভাবে একজন নারী বা পুরুষের আচরন, মানসিক গঠন, পোশাক-পরিচ্ছদ, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জেন্ডার ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন : পুরুষালি ও মেয়েলি আচরন। জেন্ডারকে সামাজিক লিঙ্গও বলা হয়। জেন্ডার সমাজ বা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে।
- নিশাত তাসনিম