উটের কুজ হচ্ছে চর্বির আধার। চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায়। আর পানি শরীরের যাবতীয় আভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে, শরীরের তাপমাত্রা ঠিক রাখে। একবার যথেষ্ট খাবার এবং পানি নেওয়ার পর একটি উট ছয় মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে।তারা 40 শতাংশ শরীরের ওজন হ্রাস থেকে বেঁচে থাকতে পারে এবং তারপরে একটি পানীয় সেশনে 32 গ্যালন (145 লিটার) পর্যন্ত জল পান করতে পারে!
তথ্যসূত্র ঃ গুগল