প্যাকু দক্ষিণ আমেরিকার মিঠাপানির পিরানহার সাথে সম্পর্কিত যদিও আচার আচরণ ভিন্ন ৷ পিরানহার চেয়ে আকারে বড় এই প্যাকুর দাঁত একেবারে মানুষের দাঁতের মতো ৷ অনেকেই প্যাকুকে শুক্রাশয় খাদক বা Ballcutter বলে থাকে ৷ প্রশ্ন হচ্ছে এটা কতটা যৌক্তিক ?
২০১০ সালের ১৩ আগস্ট একটি ব্রিটিশ সংবাদপত্র The Telegraph খবর প্রকাশিত হয়েছিল ৷ শিরোনাম ছিল 'সুইডেনবাসী পুরুষদের এই শুক্রাশয় খাদক মাছেদের থেকে সাবধান থাকা উচিত' ৷ এর পেছনে রয়েছে একটি সংবেদনশীল ও মনগড়া গল্প ৷ গল্পে বলা হচ্ছে 'একজন জেলে সুইডেনের ওরেসান্ড নদী থেকে একটা প্যাকু ধরেছে ৷' খবরটিতে আরও লেখা ছিল যে প্যাকু (বৈজ্ঞানিক নাম ছিল না) আমাজনের অধিবাসী তবে পৃথিবীর অনেক জায়গায় এর দেখা মিলেছে যেমন পাপুয়া নিউগিনি ৷ সেখানে মাছগুলো জেলেদের আক্রমণ করে তাদের শুক্রাশয় ছিঁড়ে মেরে ফেলেছে ৷ . এইখান থেকে গুজবটা ছড়িয়েছে ৷
এটা ভাঁড়ামো বা ভন্ডামি দুটোই বলা যায় ৷ কারণ প্যাকু কখনই পুরুষদের শুক্রাশয় ছিঁড়ে খায় না ৷ প্রথম কথা ওরেসান্ড নদী একটি লোনাপানির নদী ৷ এই নদীতে প্যাকু দূরের কথা পিরানহাও টিকতে পারবে না কারণ তারা মিঠাপানির মাছ ৷ প্যাকু একটি বন্য জাতের মাছ যারা মানুষকে এড়িয়ে চলে ও ভয় পায় ৷ শুক্রাশয়কে ইংরেজিতে 'Nut' ও বলে ৷ প্যাকুর মানবদন্তরূপী দাঁতের ভর্তি চোয়াল অত্যন্ত শক্তিশালী তাই পানিতে পড়া শক্ত খোসা যুক্ত Nut সে সহজেই ভেঙে খায় ৷ এই 'Nut' মানে কিন্তু বাদাম, শুক্রাশয় নয় ৷ বাদামের 'Nut' আর শুক্রাশয়ের 'Nut', এই দুই 'Nut' এ তালগোল পাকিয়ে এই গুজবে সৃষ্টি হয়েছে ৷
প্যাকু মানুষের শুক্রাশয় খায় না ৷ কোনো প্রাণী মানুষকে বিনা কারণে আক্রমণ করে না ৷ মানুষই একমাত্র প্রাণী যে অকারণে নির্বিচারে প্রাণি হত্যা করে ৷
- রাশিক আজমাইন