আর্ক রিঅ্যাক্টর কি?
আয়রন ম্যান এর বুকে সেই অদ্ভূতদর্শন জিনিসটা নিশ্চয় আপনাকে মুগ্ধ করেছে | সেটা কিভাবে কাজ করে এ নিয়ে জানার ইচ্ছাটাও হয়তো জেগেছে | চলুন আজ কথা বলবো আর্ক রিঅ্যাক্টর নিয়ে |
আর্ক রিঅ্যাক্টর হলো একটি অফুরন্ত শক্তির উৎস | আমরা সবাই জানি যে নিউক্লিয়ার ফিউশনে ক্ষুদ্র ক্ষু্দ্র নিউক্লিয়াস মিলে বৃহাদাকার নিউক্লিয়াস গঠন করে এবং একই সাথে মুক্ত হয় প্রচুর শক্তি | এই নিউক্লিয়ার ফিউশনই আর্ক রিঅ্যাক্টর এর ভিত্তি |
রিঅ্যাক্টরটির চারপাশে গোলাকার অংশটি নিশ্চয় লক্ষ্য করেছেন? সে গোলাকার অংশটি হলো একটি কয়েল | উক্ত কয়েলের কারণে একটি ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় | এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে উচ্চ শক্তি সম্পন্ন ক্ষুদ্র কণাগুলো সে গোলাকার পথে পরিভ্রমনের সময় একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এ সংঘর্ষের ফলেই নিউক্লিয়ার ফিউশন ঘটে ও তা থেকে শক্তি পাওয়া যায় | Science Bee
এবার আসুন একটু মুভির চিত্রগুলো মনে করি | মনে আছে আয়রন ম্যান কোন মৌলটি ব্যবহার করত আর্ক রিঅ্যাক্টরে? হ্যাঁ, প্যালাডিয়াম | যখন সেখানে শক্তি উৎপন্ন হতো অর্থ্যাৎ রিঅ্যাক্টরটি অ্যাক্টিভ হতো, তখন নীলচে-সাদা আলো বিচ্ছুরিত হতো | এ ঘটনাটি ঘটে চেরেংকোভ রেডিয়েশনের কারণে (এটি নিয়ে বিস্তারিত বলছি না, পোস্ট বড় হয়ে যাবে তাই) |
প্যালাডিয়ামের আইসোটোপোর কিছু স্বতন্ত্র নিউক্লিয়ার বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে রিঅ্যাক্টরে উৎপন্ন শক্তির পরিমাণ এতো বেশি হয়ে যায় যে রিঅ্যাক্টরটি স্বনির্ভরশীল হয়ে যায়, অর্থ্যাৎ বাইরে থেকে আর কোনো শক্তি প্রদানের প্রয়োজন পড়ে না |
তো, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এতই যদি শক্তি উৎপন্ন হয় তবে তো বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়ে আশপাশের সবকিছু ভস্মীভূত হয়ে যাওয়ার কথা, তা মুভিতে দেখা যায় না কেনো?
এর কারণ হলো প্যালাডিয়াম কোল্ড নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটায় | অর্থ্যাৎ ফিউশন ঘটার সময় তাপমাত্রা রুম টেম্পারেচারের (২৫° C) আশেপাশেই থাকবে | যদিও, বাস্তবে এমনটা সম্ভব হয় নি এখনো পর্যন্ত | Science Bee
তীব্র বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে প্যালাডিয়াম আয়নিত হয়ে পড়ে এবং তা থেকে গামা রশ্নি নির্গত হয় যা সংঘর্ষে ভূমিকা রাখে | এ কারণেই থর যখন আয়রন ম্যানকে বজ্রের শক্তি দিয়ে আঘাত করে তখন আয়রন ম্যানের কিছু তো হয়ই নি, উল্টো তার রিঅ্যাক্টরটি ফুল চার্জড হয়ে যায় |
বাস্তবে এত ক্ষুদ্র আর্ক রিঅ্যাক্টর তৈরি এখনো সম্ভব না হলেও এমআইটির গবেষকরা এটি নিয়ে কাজ করছেন | তবে এটি বেশ বিপজ্জননকও বটে | কোনোভাবে যদি ব্লাস্ট হয়, তবে আশেপাশের এলাকার কাম তামাম করার জন্য তা যথেষ্ট |