পরমাণু এবং অতিপারমাণবিক কণার/তরঙ্গের মাপনীতে পদার্থের আচরণ বর্ণনা করার জন্য আধুনিক পদার্থবিজ্ঞানের একটি শাখা হলো কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ, কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে অতি ক্ষুদ্র বস্তু সম্পর্কিত বিজ্ঞান।
বিজ্ঞানের ওপর মানুষের বিশ্বাস এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যারা বিজ্ঞান নিয়ে অল্পবিস্তর কাজ করেছে তারা সবাই ভাবে বিজ্ঞান সবসময় সবকিছু নিখুঁতভাবে বলে দেয়-অন্তত বলার চেষ্টা করে। অর্থাৎ, বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যদ্বাণী সবসময়ই নিখুঁত এবং সুনিশ্চিত। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারনাটাকে পুরোপুরি পালটে দিয়েছে। বিজ্ঞানীরা সবিস্ময়ে আবিষ্কার করেছেন যে, প্রকৃতি আসলে কখনোই সবকিছু জানতে দেবে না, সে তার ভেতরের কিছু-কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষ কখনোই সেটা জানতে পারবে না। বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলেন না 'হবে' তারা মাথা নেড়ে বলেন 'হতে পারে'। হবে না বলে হতে পারে বলাটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের মূল কথা।