tRNA যেসব RNA জেনেটিক কোড অনুযায়ী একেকটি অ্যামিনো এসিডকে mRNA অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে সেগুলোকে ট্রান্সফার RNA বলে।
প্রতিটি কোষে প্রায় ৩১-৪২ ধরণের tRna থাকে। ক্লোভার লিফ মডেল অনুসারে প্রতিটি tRNA এক সূত্রক এবং লম্বা চেইনের মতো থাকে কিন্তু পরবর্তীতে তা ভাঁজ হয়ে যায় এবং বিভিন্ন জোড়ার সৃষ্টি হয়ে প্রতিটি tRNA তে একাধিক ফাঁস তৈরি হয়। যেমনঃ T-ফাঁস বা D- ফাঁস। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস যা mRNA এর মুখোমুখি বসে যেতে পারে। tRna ৩’ প্রান্ত এক সূত্রক এবং সর্বদাই CCA ধারায় বেস সজ্জিত থাকে। এখানে অ্যামিনো এসিড সংযুক্ত হয়। একে বলা হয় অ্যামিনো এসিড সাইট।
তিনটি কোডন মিলে মূলত একটি অ্যান্টি কোডন সৃষ্টি হয়।