Playstore এর অ্যাপ PC দিয়ে ব্যবহার করতে পারবেননা। তাই তা থেকে ডাউনলোড নরমাল ওয়েতে করা যায় না। মাইক্রোসফট শপ থেকে ডাউনলোড করতে হয়। কিন্তু আপনি যদি চান প্লেস্টোর এর অ্যাপ যা মোবাইলের তা পিসিতে ডাউনলোড ও ইনস্টল করবেন তাহলে নিচের ইনস্ট্রাকশন ফলো করতে পারেন৷
- প্রথমে যেকোনো ব্রাউজার দিয়ে ডুকে Bluestacks.exe file টি ডাউনলোড করুন।
- এটাকে ধাপে ধাপে রান করুন ও ইনস্টল করুন পিসিতে
- ইনস্টলেশন শেষ হলে ইমোলেটর রান করুন।
- তখন আপনাকে জিমেইল একাউন্ট ব্যবহার করে লগ ইন করতে হবে।
এখন পিসিতে প্লেস্টোর নামান বা প্লেস্টোর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সার্চ করে যেকোনো অ্যাপ পিসিতে ইনস্টল ও চালাতে পারবেন৷
- জান্নাতুল ফেরদৌস