আমরা জানি, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষ বরাবর এবং নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান। কিন্তু পৃথিবীর এ ঘূর্ণন আমরা টের পাই না, কারণ পৃথিবীর সাথে আমরা নিজেরাও ঘূর্ণায়মান থাকি। কিন্তু কি শর্তে পৃথিবীর এ ঘূর্ণন আমরা অনুভব করতে পারবো?
পৃথিবী যদি কোনোভাবে নিজের ভর পরিবর্তন না করে আয়তন সংকুচিত করে ফেলতে পারে, তাহলে কৌণিক ভরবেগ ধ্রুব রাখতে পৃথিবীকে পূর্বের চেয়ে বেশি কৌণিক বেগে ঘুরতে হবে। বেগ বৃদ্ধি পেলে আমাদের উপর ক্রিয়ারত কেন্দ্রবিমুখী বলও বৃদ্ধি পাবে, যা সাধারণত আমাদের ওজনের বিরুদ্ধে লম্বভাবে ক্রিয়া করে। কেন্দ্রবিমুখী বল বাড়লে তা আমাদের ওজন বলকে আংশিক নিষ্ক্রিয় করে দিবে, অর্থাৎ আমাদের ওজন কমে যাবে।
পৃথিবীর ব্যাসকে অর্ধেক করে দিলে আমাদের ওজন প্রায় ১.২ কেজি হ্রাস পাবে, যা হয়তো আমরা সহজে টের পাবো না। কিন্তু পৃথিবী যদি নিজেকে চেপে ব্যাস এক-চতুর্থাংশে নিয়ে আসে তাহলে আমাদের ওজন কমবে প্রায় ১৫ কেজি। ফলে আমরা নিজেদের অনেক হালকা অনুভব করবো আর স্বাভাবিকের চেয়েও অনেক বেশি উচ্চতায় লাফাতে পারবো।
যদিও এটাকে পৃথিবীর ঘূর্ণন অনুভব করা বলা যায় কিনা তা নিয়ে তর্ক করা যায়। আমরা শিশুপার্কে যখন খেলনা ঘোড়া বা 'মেরি গো রাউন্ড' এ চড়ি তখন আমরা যান্ত্রিক ঘোড়াটির ঘূর্ণন অনুভব করতে পারি, কারণ এর ব্যসার্ধ এতোই কম হয় যে কেন্দ্রবিমুখী বলের পরিবর্তন আমরা সহজেই অনুভব করতে পারি। কিন্তু আমাদের পৃথিবী এই ব্যাসার্ধে পৌছানোর বহু আগেই নিজ কেন্দ্রবিমুখী বলের চাপেই তা খন্ড-বিখন্ড হয়ে যাবে।
Source: BBC Science Focus
©️মোঃতৌফিক-ই-ইলাহী