রসুনে এমন উপাদান আছে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তবে এই বিষয়ে পর্যাপ্ত গবেষণা প্রয়োজন। রসুনের যেসব উপাদান চুলের বৃদ্ধিতে সহায়তা করতে পারে :
কাঁচা রসুনে ভিটামিন বি ৬, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম থাকে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। রসুনে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, সেলেনিয়াম রক্ত চলাচল বৃদ্ধি করে ও পুষ্টি দেয়। তাছাড়া রসুনে প্রাকৃতিকভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। কারণ, এইসব উপাদান ব্যাকটেরিয়া ও জীবাণু প্রতিরোধে সহায়তা করে এবং স্ক্যাম্পের ড্যামেজ রিপেয়ার করে। অন্যান্য প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতির মতো এই পদ্ধতিরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে৷ বিশেষত যেসব মানুষের ত্বক সেনসিটিভ তারা স্ক্যাল্পে রসুন লাগানো উচিত নয়। এতে কেমিক্যাল বার্ন হতে পারে। শুধুমাত্র কাঁচা রসুনই নয়, যেসব তেলে রসুন আছে সেগুলোও ত্বকে ইরিটেশন সৃষ্টি করতে পারে।
- নিশাত তাসনিম (সাইন্স বী)