যারা কঙ্কাল দেখে ভয় পায় তারা Skelephobia তে আক্রান্ত। এটাতে আক্রান্ত হলে ওই ব্যক্তি আসল কঙ্কাল ছাড়াও টিভিতে দেখানো বিভিন্ন অ্যানিমেটেড কঙ্কাল দেখেও ভয় পায়। অন্ধকারে থাকতেও ভয় পায়। কারণ তারা অনুভব করে অন্ধকারে কঙ্কাল তাদের জড়িয়ে ধরতে পারে বা আক্রমণ করতে পারে।