সাধারণত গর্ভবতী অবস্থায় পেঁপে বিশেষ করে কাঁচা পেঁপে খেতে মানা করা হয়।কারণ পেঁপেতে অপরিশোধিত এমন একটি ক্ষীর উপাদান রয়েছে যা ইউট্রাসের সংকোচনের কারণ হতে পারে।পরিপূর্ণ পাকা পেঁপেকে সমস্যা মনে না করা হলেও গর্ভাবস্থায় তা সম্পূর্ণ নিরাপদ কিনা তা নিশ্চিত করা যায় নি।