অমরা হলো গর্ভাশয়ের ভেতর এক প্রকার টিস্যু যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়। যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃকোষে ভ্রুন ক্রমবর্ধমান এবং মাতৃ জরায়ুর টিস্যুর সাথে যুক্ত থাকে তাকে অমরা বা গর্ভফুল বলে। অমরার কাজ-
শ্বসন বা গ্যাসীয় বিনিময় করা।
সংস্থাপন
হরমোন নিংসরণ করা।
সঞ্ঝয় করা।
পুষ্টি সরবরাহ করা।
রেচন
ওষুধ সেবন
জীবাণু বহন করা।
ভ্রূণের জন্য অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে।