সাধারণত দলবদ্ধ পরিযায়ী পাখির সামনেরটির উড্ডয়নের ফলে বাতাসে যে ঘূর্ণায়ন পাক (rotating vortex) তৈরি হয় তা পেছনের পাখিগুলাে কাজে লাগায়, ফলে তাদের ওড়ার জন্য শক্তি অপেক্ষাকৃত কম খরচ হয়। এছাড়া এ ধরনের বিন্যাসের ফলে পাখিগুলাে পরস্পরের সাথে সহজে যােগাযােগ রক্ষা করতে পারে। তাই এরা V আকৃতিতে ওড়ে।