CID বা ক্রাইম বিষয়ক শো'গুলোতে আমরা কোন স্থানের রক্ত মুছে ফেলার পর সেই সুপ্ত রক্ত শনাক্ত করার জন্য এক ধরনের স্প্রে ব্যবহার করতে দেখেছি। Luminol Spray এর সাহায্যে সুপ্ত অবস্থায় থাকা রক্তের ছাপ দেখা যায়।
লুমিনল দ্রবণে লুমিনল (C8H7N3O2) এর পাশাপাশি হাইড্রোজেন পারক্সাইড (H2O2) থাকে। হাইড্রোজেন পারক্সাইড রক্তের আয়রন এর সাথে বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন লুমিনল এর সাথে বিক্রিয়া করে, অণুর গঠন পরিবর্তন হয় এবং এনার্জি উৎপন্ন হয়। অণুতে এনার্জি যোগ হওয়ার পর তা ইলেকট্রন শোষণ করে নেয়। এনার্জি শোষণ করার পর ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তিস্তরে চলে যায়। ইলেকট্রন যখন তার স্বাভাবিক স্তরে ফিরে আসে তখন তারা এনার্জিকে দৃশ্যমান আলো হিসেবে বিকিরণ করে। লুমিনল ফর্মুলা ও রক্তের মাঝে বিক্রিয়ার ফলে এক ধরণের নীল আলো তৈরি হয় যাকে Chemiluminessence বলে। এই আলো অন্ধকারে বেশি স্পষ্টভাবে দেখা যায়। লুমিনল ফরেনসিক কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- নিশাত তাসনিম (সাইন্স বী)