আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় ইনজেকশন ব্যবহার করেছি। আর ইনজেকশন দেওয়ার সময় দেখা যায় চিকিত্সক বা নার্স খুব সতর্ক ও সচেতন ভাবে ইনজেকশন পুশ করে থাকেন। আর এখানেই প্রশ্ন, ইনজেকশন দেওয়ার সময় যদি সিরিঞ্জে হাওয়া ঢুকে যায় তাহলে কি বিপদ হতে পারে?
সিরিঞ্জে যদি হাওয়া থাকে আর তা যদি শিরায় প্রবেশ করে তাহলে ওই হওয়ার বাষ্প পুরোপুরি ব্লক করে দিতে পারে শিরাকে। আর এটি হয়ে উঠতে পারে প্রাণঘাতী। তবে রক্তনালী যদি বন্ধ হয়ে না যায় তাহলেও সেরকম বিপদ নাও ঘটতে পারে। আর এই বুদবুদ অর্থাত্ বাষ্পের কারণে শরীরে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়াকে চিকিত্সা বিজ্ঞানের ভাষায় বলে 'গ্যাস এম্বোলিজম' বা 'এয়ার এম্বোলিজম'।
ক্রেডিট: ডেইলি হান্ট